চিকিৎসাধীন অবস্থায় বিষপান করেন জুলাই আন্দোলনের চার আহত
জুলাই গণ-অভ্যুত্থানে আহত হয়ে চিকিৎসাধীন থাকা চারজন আজ রোববার (২৫ মে) হঠাৎ করেই বিষপান করেছেন। তাদের সবাইকে দ্রুত শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, বর্তমানে তারা ঝুঁকিমুক্ত।
এই চারজন আগে থেকে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, আজ বেলা ২টা থেকে আড়াইটার মধ্যে তারা বিষপান করেন। ঘটনার পর পরই হাসপাতাল কর্তৃপক্ষ তাদের সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটের একটি সূত্র জানায়, জুলাই আন্দোলনে চোখে গুরুতর আঘাত পাওয়া মোট ৫৫ জন এখনও এখানে চিকিৎসাধীন। আজ যারা বিষপান করেছেন, তাদের মধ্যেও কেউ কেউ চোখের মারাত্মক ক্ষতির শিকার ছিলেন। কিন্তু কেন হঠাৎ করে তারা বিষপান করলেন, তা আমরা বুঝতে পারছি না। বিষ কোথা থেকে পেলেন, সেটিও আমাদের অজানা।
সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. শফিউর রহমান বলেন, চারজনকেই জরুরি ভিত্তিতে চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তারা সচেতন এবং আশঙ্কামুক্ত।